ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অপারেশন ডেভিল হান্ট: সালথায় ১৩ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট: সালথায় ১৩ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

ছবি: পুলিশের সৌজন্যে

ফরিদপুর অফিস ও সালথা প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭:৫৯

ফরিদপুরের সালথায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে মো. সেলিম মাতুব্বর (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার রাতে মাঝারদিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া সেলিম মাতুব্বর উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাঝারদিয়া গ্রামের জিতু মাতুব্বরের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম মাতুব্বর। তার বিরুদ্ধে মারামারি, নারী নির্যাতন ও পুলিশ অ্যাসল্ট মামলাসহ ১৩ মামলা আছে। শনিবার দুপুরে সেলিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×