রাবির শিক্ষক নিয়োগ নীতিমালা সংস্কারে কমিটি

ফাইল ছবি
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:৫৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নিয়োগের নীতিমালা সংস্কারে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে মেধাবী ও যোগ্য শিক্ষক নিয়োগের লক্ষ্যে ‘শিক্ষক নিয়োগ, পদোন্নয়ন নীতিমালা ২০২২’-এর সংস্কার, সংশোধন, পরিমার্জন করে উপযুক্ত নীতিমালা প্রণয়নের জন্য কাজ করবে এ কমিটি। কমিটিতে সদস্য সচিব হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ।
২০২২ সালে প্রণীত শিক্ষক নিয়োগের নীতিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক হতে স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে। এ ছাড়া মেধাতালিকায় আবেদনকারীর অবস্থান হতে হবে প্রথম থেকে সপ্তম স্থানের মধ্যে।
উল্লেখ্য, প্রায় অর্ধযুগ পর গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের মৌখিক পরীক্ষার (ভাইভা) মধ্য দিয়ে এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।
- বিষয় :
- রাবি
- শিক্ষক নিয়োগ
- নীতিমালা
- কমিটি গঠন