ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

অপারেশন ডেভিল হান্ট: ফরিদপুরে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬

অপারেশন ডেভিল হান্ট: ফরিদপুরে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬

বাঁ থেকে- আকরামুজ্জামান ওরফে কুয়েতি আকরাম, শাকিল আহম্মেদ, মো. আনোয়ার হোসেন ও মো. শামীম মোল্যা

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২১:০১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২১:২৪

ফরিদপুরের বিভিন্ন উপজেলায় ডেভিল হান্টের বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে রোববার বিকেলে ও ওইদিন দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের সহযোগী পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকরামুজ্জামান ওরফে কুয়েতি আকরাম (৬৫), বোয়ালমারী উপজেলার দাদপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শামীম মোল্যা (৫৫), বোয়ালমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন (৫০), সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় সাবেক সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সনের সমর্থক মোকাদ্দেস খান (৪৫), মধুখালী উপজেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. মনিরুজ্জামান (৩২) এবং আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাকিল আহম্মেদ (৩৮)।

জেলা পুলিশ ও স্থানীয় থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামিদের গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা, বিস্ফোরক দ্রব্যসহ সংশ্লিষ্ট থানার বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে জেলায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×