ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভ্রমণ কর জালিয়াতির অভিযোগ

বেনাপোল ইমিগ্রেশনে ৬ ভারতীয় আটক, জরিমানা-মুচলেকায় ছাড়া

বেনাপোল ইমিগ্রেশনে ৬ ভারতীয় আটক, জরিমানা-মুচলেকায় ছাড়া

ফাইল ছবি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫ | ২২:৪৪

বেনাপোল টেকপোস্ট ইমিগ্রেশনে ভ্রমণ কর জালিয়াতির অভিযোগে ৬ ভারতীয়কে আটক করেছে পুলিশ। পরে দ্বিগুণ হারে ভ্রমণ কর ও মুচলেকা দিয়ে ছাড়া পান তারা।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বেনাপোল পোর্ট থানা পুলিশ ৬ জনকে আটক করে কাস্টমসের কাছে সোপর্দ করে।

আটকরা হলেন, কলকাতার আহম্মেদ মুসাইন, সগির হোসেন, জিন্নাত খাতুন, রেশমা খাতুন, নুদরাত আরা ও পারভিন শাহিন।

আটকরা জানান, তারা ভারত থেকে বিভিন্ন পণ্য এনে বাংলাদেশে বিক্রি করেন। বুধবার তারা আকাশ পথে বাংলাদেশে এসেছিলেন। বৃহস্পতিবার বেনাপোল বন্দর দিয়ে ভারতে ফিরছিলেন। ভ্রমণ করের জাল রসিদ তাদের কলকাতা থেকে পাঠিয়েছে বলে জানান তারা। সীমান্ত পার হওয়ার সময় কাস্টম রসিদ পরীক্ষা করলে তারা ধরা পড়েন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, পুলিশ চেকপোস্টে নিয়মিত টহলের সময় সন্দেহ হলে ওই পাসপোর্টধারীদের নিয়ে কাস্টমসে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা করে ভ্রমণ করের রসিদগুলো জাল বলে নিশ্চিত করা হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষ যাত্রীদের নতুন করে ভ্রমণ ট্যাক্স কেটে ভারতে পাঠায়। পরে অভিযুক্তরা শাস্তি হিসেবে দ্বিগুণ হারে ভ্রমণ কর (প্রত্যেকে দুই হাজার টাকা) দিয়ে ছাড়া পান। পরে এ ধরনের অপরাধ করবেন না- এমন মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।

এদিকে বন্দর সূত্রে জানা গেছে, পাসপোর্টধারীদের ভ্রমণ করের রসিদ সঠিক কিনা তা পরীক্ষার জন্য বেনাপোল চেকপোস্ট কাস্টমসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে নির্দিষ্ট কারো তদারকি নেই। ফলে প্রায়ই ঘটছে কর ফাঁকির ঘটনা।

বেনাপোল বন্দরের উপপরিচালক মো. সজিব নাজির বলেন, বেনাপোল চেকপোস্টে ভ্রমণ কর জালিয়াতির একটি শক্তিশালী চক্র দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।

আরও পড়ুন

×