পানির দাবিতে চট্টগ্রাম ওয়াসা ঘেরাও

চট্টগ্রাম ওয়াসার কার্যালয় ঘেরাও কর্মসূচি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ মার্চ ২০২৫ | ০২:০৩
তীব্র পানি সংকটের প্রতিবাদে চট্টগ্রাম ওয়াসা অফিস ঘেরাও করেছেন নগরবাসী। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দামপাড়া কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন অর্ধশতাধিক মানুষ।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় পানির সংকট চলছে। আবার যে পানি সরবরাহ করা হচ্ছে, তা লবণাক্ত। রমজানে এ সমস্যা তীব্র আকার ধারণ করেছে।
বিক্ষোভে অংশ নেওয়া মিনহাজুল ইসলাম বলেন, নগরীর অনেক মানুষ নিয়মিত পানি পাচ্ছেন না। পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রমজানের মধ্যে গত শনিবার থেকে অনেক এলাকায় পানি সরবরাহ বন্ধ ছিল। এভাবে প্রায়ই পাইপলাইন ফাটার পর পানি সরবরাহ বন্ধ থাকছে। রমজান মাসেও পানির এই সংকট কোনোভাবে মেনে নেওয়া যায় না।
নিয়মিত পানি না পেলে এ সময় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন অনেকে। পরে দলটি ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি দেন।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার পাশা বলেন, ‘পিজিসিবির একটি প্রকল্পের উন্নয়ন কাজ চলার সময় সাগরিকা মোড়ে চট্টগ্রাম ওয়াসার ১১০০ এম এম ব্যাসের প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে নগরের ধনিয়ালাপাড়া, দেওয়ানহাটসহ আশপাশের বেশকিছু এলাকায় পানি সরবরাহ বিঘ্নিত হয়। তবে দ্রুত সময়ের মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক করা হবে।