রাজশাহীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত রিকশাচালকের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। ফাইল ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১২ মার্চ ২০২৫ | ০৩:০০
রাজশাহীতে গত শুক্রবার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত রিকশাচালক গোলাম হোসেন রকি (৫৮) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।
রামেক হাসপাতালের ডা. শংকর কে বিশ্বাস জানান, সংঘর্ষের সময় রিকশাচালক গোলাম হোসেন রকির বুকে ছুরিকাঘাত করা হয়েছিল। এ ছাড়া তাঁর মাথায় আঘাত ছিল। ঘটনার পর থেকেই তিনি অজ্ঞান ছিলেন। গতকাল সন্ধ্যার পর তিনি মারা যান।
নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হাসান বলেন, আহত রিকশাচালক মারা গেছেন বলে শুনেছি। কেউ অভিযোগ দিলে আমরা হত্যা মামলা নেব।
গত শুক্রবার সন্ধ্যায় নগরীর দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আগের দিন রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ফ্ল্যাটে অভিযান ও তাঁর ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই গ্রুপ। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাচালক রকি ওই রাতে রিকশা রেখে হেঁটে ভাড়া বাসায় ফিরছিলেন। সংঘর্ষের সময় বিএনপির একটি গ্রুপের কর্মীরা প্রতিপক্ষ ভেবে তাঁকে ছুরিকাঘাত করে। রকির গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার সাহেবপাড়ায়। রাজশাহী নগরীর দড়িখড়বোনা মহল্লায় তিনি স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন।