ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাহাদুরের দাম ৯ লাখ

বাহাদুরের দাম ৯ লাখ

আক্কেলপুরের গোপীনাথপুর দোলযাত্রার মেলায় আনা ঘোড়া ‘বাহাদুর’ সমকাল

 আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫ | ০০:৪৫

‘ঘোড়াটির বয়স পাঁচ বছর। নাম বাহাদুর। ভারতীয় মারোয়ারি তাজি জাতের প্রাণীটি দ্রুত দৌড়াতে পারে। একে নিয়ে বিভিন্ন ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছি। অনেক পুরস্কারও পেয়েছি। খয়েরি লাল-সাদা ঘোড়াটির যত্ন নিয়েছি নিজেই। এবারের মেলায় এর দাম ঠিক করেছি ৯ লাখ টাকা। অনেকে বিভিন্ন অঙ্কের দাম বললেও এ পর্যন্ত সাড়ে ৭ লাখ টাকা দাম উঠেছে।’ জয়পুরহাটের আক্কেলপুরে ৫১৭ বছরের ঐতিহ্যবাহী গোপীনাথপুর দোলপূর্ণিমার মেলায় কথাগুলো বলছিলেন বাহাদুরের মালিক নওগাঁর ধামইরহাটের আব্দুল মজিদ।
ক্রেতা-বিক্রেতার হাঁকডাক আর দরদামে এখন মুখর ঘোড়ার মেলা। এবার প্রধান আকর্ষণ হয়ে উঠেছে ভারতীয় মারোয়ারি তাজি জাতের ঘোড়াটি। এ ছাড়া পঙ্খিরাজ, বাহাদুর, বিজলি, কিরণমালা, বাংলার রানি, সুইটিসহ বাহারি নামের ঘোড়াও রয়েছে। 
আয়োজকরা জানান, দেশের একমাত্র ঘোড়া বেচাকেনার হাট গোপীনাথপুর দোলের মেলা। দোলপূর্ণিমা উপলক্ষে মাসব্যাপী চলে মেলা। কিন্তু পশুর মেলা হয় প্রথম ১০ দিন। মহিষ, গরু, ভেড়া ও ছাগলও বেচাকেনা হয় এখানে। মাঠে দেখানো হয় ঘোড়দৌড়।
নীলফামারীর ডোমার থেকে আবুল হোসেন এসেছিলেন মেলায়। তিনি বাহাদুরের দাম বলেছেন সাড়ে ৭ লাখ টাকা। আরও দু-একটি দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 
ইউএনও মনজুরুল আলম বলেন, গোপীনাথপুরের মেলাটি প্রাচীন মেলা। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে দমন করা হবে।

আরও পড়ুন

×