প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বাবা-মেয়ে নিহত

ক্ষতিগ্রস্ত গাড়িটি। ছবি: সংগৃহীত
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫ | ০৫:০৬
নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাবা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর-পাবনা সড়কের গোধড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন– বগুড়া সদরের কইতলা এলাকার শাহরিয়ার শাকিল ও তার দুই বছরের মেয়ে সুমাইয়া আক্তার। এ ঘটনায় শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুমী ও প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, সকালে প্রাইভেটকারটি যশোর থেকে বগুড়ার উদ্দেশে রওনা দেয়। গাড়িটি নাটোর-পাবনা সড়কের গোধরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই শাহরিয়ার শাকিল ও তাঁর মেয়ে মারা যান। স্ত্রী ও প্রাইভেটকার চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, নিহত বাবা ও মেয়ের লাশ ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় আনা হয়েছে।
- বিষয় :
- লালপুর
- নাটোর
- সড়ক দুর্ঘটনা