প্রথমে পিটুনি পরে ডিম-ভাত খাইয়ে মাদক কারবারিকে পুলিশে সোপর্দ

মাদক কারবারিকে পিটুনির পর ডিম-ভাত খাওয়ায় এলাকাবাসী। ছবি-সমকাল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫ | ১৮:৩৭
দিনাজপুরে ফেনসিডিলসহ আটকের পর এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার সকালে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দানিহারি ঢোলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশে সোপর্দ করার আগে আরিফ হোসেন (২৮) নামের ওই ব্যক্তিকে শুরুতে পিটুনি দেওয়া হয়। পরে ডিম দিয়ে ভাত খাওয়ায় এলাকার লোকজন।
দানিহারি ঢোলডাঙ্গার বাসিন্দাদের ভাষ্য, আরিফ দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। বারবার সতর্ক করার পরও সে এ কারবার চালিয়ে আসছিল। বুধবার সকালে এলাকাবাসী আরিফকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে দিনাজপুর কোতোয়ালি থানায় জানানো হয়। এরই মধ্যে উত্তেজিত জনতা আরিফকে মারধর শুরু করে। পরে এলাকার কিছু লোক তাকে ডিম দিয়ে ভাত খাইয়ে পুলিশের কাছে তুলে দেয়।
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, স্থানীয় লোকজন ওই মাদক কারবারিকে আটকের পর পুলিশের হাতে তুলে দিয়েছে। সে এখন থানা হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
- বিষয় :
- পিটুনি
- পুলিশ
- মাদক কারবারি