ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অন্নপূর্ণায় এবার লাল-সবুজ পতাকা ওড়ালেন বাবর

অন্নপূর্ণায় এবার লাল-সবুজ পতাকা ওড়ালেন বাবর

ফাইল ছবি

 চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫ | ২৩:৫২

হিমালয় চূড়া এভারেস্টের পর এবার প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দশম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা-১-এ লাল-সবুজের পতাকা ওড়ালেন চট্টগ্রামের কৃতী সন্তান বাবর আলী। এ অভিযানের স্পন্সর সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ও অভিযান ব্যবস্থাপক ফারহান জামান জানিয়েছেন, গতকাল সোমবার নেপালের স্থানীয় সময় ভোরে ৮০৯১ মিটার বা ২৬ হাজার ৫৪৫ ফুট উঁচু অন্নপূর্ণা-১-এর চূড়ায় পৌঁছান বাবর আলী। এ সময় বাবরের সঙ্গে ছিলেন গাইড ফুর্বা অংগেল শেরপা। নেপাল থেকে অভিযান পরিচালনাকারী সংগঠন মাকালু অ্যাডভেঞ্চারের স্বত্বাধিকারী মোহন লামসালের মাধ্যমে এ খবর নিশ্চিত হওয়া গেছে। 
বাবর অন্নপূর্ণা-১ জয় করায় এখন আনন্দের বন্যা বইছে তাঁর নিজ জন্মস্থান হাটহাজারীর বুড়িশ্চর এলাকাসহ গোটা চট্টগ্রামে। ছেলের সাফল্যে আনন্দে উদ্বেলিত বাবা লিয়াকত আলী ও  মা লুৎফুন্নাহার বেগম। 
ফারহান জামান জানান, দুর্গম অন্নপূর্ণা-১ পর্বত জয় করতে গত ২৪ মার্চ বাংলাদেশ থেকে নেপালে যান বাবর। কাঠমান্ডু থেকে পোখারা হয়ে ২৮ মার্চ পৌঁছান অন্নপূর্ণা বেজক্যাম্পে। উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ক্যাম্প-১-এ দুই রাত এবং ক্যাম্প-২-এ এক রাত কাটিয়ে আবার ২ এপ্রিল বেজক্যাম্পে নেমে আসেন। 
ভার্টিক্যাল ড্রিমার্সের ফেসবুক পোস্টে বলা হয়, লাখো শুভাকাঙ্ক্ষীর প্রার্থনার উত্তর দিয়েছেন স্রষ্টা। প্রকৃতিমাতা বিমুখ হননি। বঙ্গ সন্তান বাবরকে ক্ষণিকের জন্য নিজের চূড়ায় দাঁড়াতে দিয়েছে অন্নপূর্ণা।
ফারহান জামান জানান, আমরা জানতে পেরেছি, বাবর আলী সুস্থ অবস্থায় ক্যাম্প-৩-এ নেমে এসেছেন। বাবরকে আজ নেমে আসতে হবে ক্যাম্প-২-এ। আশা করছি, কাল তিনি বেজক্যাম্পে নামবেন। এর আগে বাবর পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম শৃঙ্গ মাউন্ট লোৎসে জয় করেছেন।

আরও পড়ুন

×