বাসের চাপায় মৃত্যু
অসুস্থ মায়ের ওষুধ কিনে ঘরে ফেরা হলো না রিয়ার

প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫ | ১৩:০২ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ | ১৩:০৪
অফিস শেষে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে বাসায় ফেরার পথে চট্টগ্রামে বাসের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম রিয়া মজুমদার (২৫)।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে গরের লালখান বাজার ইস্পাহানি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রিয়া নগরের জামালখান সিঁড়ির গোড়া এলাকার শিবু মজুমদারের মেয়ে।
দুই বোনের সবার ছোট রিয়া গোল্ডস্যান্ডস গ্রুপ নামের একটি রিয়েল অ্যাস্টেট কোম্পানিতে কর্মরত ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লালখান বাজার মোড়ে একটি বাস থেকে নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে যান রিয়া। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির আরেকটি বাস (চট্ট মেট্রো জ ১১–১৪১৬) তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, অফিস শেষে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে রিয়া বাসায় ফিরছিলেন। গোল্ডস্যান্ডসের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের অফিস খুলশী এলাকায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিয়া অফিস থেকে বের হন। জানুয়ারি মাসে তার চাকরি হয়।
কোতোয়ালী থানার এসআই আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পলাতক।
- বিষয় :
- বাসের ধাক্কায় নিহত
- চট্টগ্রাম