আজিজুল হক কলেজ ক্যাম্পাসে লাঠি খেলা

আজিজুল হক কলেজ ক্যাম্পাসে লাঠিখেলা হয়। ছবি: সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫ | ১৫:০৮
বগুড়ায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পহেলা বৈশাখ উদযাপন করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজ, জেলা বিএনপি আনন্দ শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সরকারি আজিজুল হক কলেজ থেকেও আনন্দ র্যালি বের হয়। এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মীর শওকত আলী। আজিজুল হক কলেজ ক্যাম্পাসে লাঠিখেলা হয়। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসের উদ্যাগে পৌর পার্কে ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।
- বিষয় :
- বগুড়া
- শোভাযাত্রা
- পহেলা বৈশাখ ১৪৩২