ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভাগনিকে এগিয়ে দিচ্ছিলেন মারফত, হঠাৎ মোটরসাইকেলে এসে কোপাতে থাকে যুবকেরা

ভাগনিকে এগিয়ে দিচ্ছিলেন মারফত, হঠাৎ মোটরসাইকেলে এসে কোপাতে থাকে যুবকেরা

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫ | ০০:৩৭ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ | ০৭:০৫

ময়মনসিংহের গৌরীপুরে মারফত আলী ফ‌কির (২২) নামের এক ক‌লেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলার ১৮ দিন আগে তাকে ফেসবুকে হত্যার হুমকি দিয়েছিল ওয়াহিদুজ্জামান তানভির নামের এক যুবক।

নিহত মারফত নান্দাইল উপজেলার ধূরুয়া গ্রামের বা‌সিন্দা। শ‌নিবার লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়।

নিহতের পরিবার জানায়, মারফত আলী শুক্রবার ভাগনির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সাকুয়া মাঝেরচর গ্রামে যান। বিয়ে শেষে ভাগনিকে এগিয়ে দেওয়ার সময় মুন্সিবাড়ী মাদরাসার সামনে সড়কে একাধিক মোটরসাইকেলে আসা একদল যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত মারফত আলীর ওপর পূর্বশত্রুতার জেরে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিলেন একই গ্রামের উসমান খানের ছেলে ওয়াহিদুজ্জামান তানভির। তানভিরের নামে থানায় হত্যাচেষ্টাসহ অন্তত ৭টি মামলা রয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, তানভির ফেসবুক লাইভ ও পোস্টে একাধিকবার মারফতকে হত্যার হুমকি দিয়েছেন। গত ৩০ মার্চ একটি পোস্টে তিনি লেখেন, ‘লাশ ছাড়া শেষ হবে না...’।’ এছাড়াও ঘটনার দিন তিনি ফেসবুকে লিখেন, ‘আবার শুরু হলো’।

তারা আরও বলেন, তানভিরের এসব কার্যকলাপের বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হলেও পুলিশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি।

গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার সমকালকে বলেন, ঘটনাটি গৌরিপুরে এক বিয়ের অনুষ্ঠানে। নিহত ব্যক্তি ও হামলাকারী দুজনের বাড়িই নান্দাইল উপজেলায়। তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি থানায়। হাসপাতাল থেকে আমরা মৃত্যুর খবর পেয়েছি। নান্দাইল থানার সঙ্গে যোগাযোগ করছি। 

আরও পড়ুন

×