পিএসসি সংস্কারের দাবিতে বাকৃবিতে ১ ঘণ্টা ট্রেন অবরোধ

ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫ | ০০:২৪
পিএসসি সংস্কারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকাগামী অগ্নিবীণা ট্রেনটি অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ময়মনসিংহ জংশন থেকে রাত ৮টা ৩৫ মিনিটে ছেড়ে এসে বাকৃবি রেলওয়ে স্টেশনে আন্দোলনের মুখে আটকে পড়ে ট্রেনটি। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে ১ ঘণ্টা পরে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন তারা।
বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোহাম্মদ নাজমুল হক খান।
তিনি জানান, অগ্নিবীণা ট্রেনটিকে ৮:৩৫ মিনিটে ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে যায়। ৮ টা ৪৫ মিনিটে আটকে দেয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ৮ টা ৫৬ মিনিটে তারা ট্রেন ছেড়ে দেয়।
স্টেশন মাস্টার বলেন, ১ ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টর প্রফেসর ড. মো. আনিসুর রহমান মজুমদার সমকালকে জানান, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ট্রেন অবরোধ করেছিল। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের অনুরোধে তারা কর্মসূচি স্থগিত করে। আমরা তাদেরকে বুঝিয়ে বলেছি যে, জাতীয় ইস্যু বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে সমাধান করা সম্ভব নয়।’ আগামীকাল শিক্ষার্থীরা নতুন কোনো কর্মসূচি দেবে কিনা এটা তার জানা নেই বলে জানান প্রক্টর।
- বিষয় :
- ময়মনসিংহ
- ট্রেন
- ট্রেন অবরোধ
- বাকৃবি