ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

খুবিতে ছাত্রের মারপিটে শিক্ষক আহত, তদন্ত কমিটি গঠন

বিকেলে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান

খুবিতে ছাত্রের মারপিটে শিক্ষক আহত, তদন্ত কমিটি গঠন

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৩ মে ২০২৫ | ১৫:৪৭ | আপডেট: ০৩ মে ২০২৫ | ১৫:৫২

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক এক শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি গুরুতর আহত হয়েছেন। তাকে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম আবদুল্লাহ নোমান। তিনি বাংলা ২০১৮ ব্যাচের শিক্ষার্থী।

এদিকে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। তারা আবদুল্লাহ নোমানকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীরা জানান, এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় আব্দুল্লাহ নোমানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর। বিষয়টি নিয়ে শিক্ষক সাকির ওপর ক্ষুব্ধ ছিলেন নোমান।

শুক্রবার রাতে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ওই শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের তর্ক-বিতর্ক হয়। এ সময় শিক্ষার্থী আব্দুল্লাহ নোমান  শিক্ষকের শরীরে আঘাত করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: রেজাউল ক‌রিম বলেন, এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত ক‌মি‌টি গঠন করা হয়েছে। বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয় জরুরি সিন্ডিকেট আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন

×