পেট্রাপোলে অনলাইন সিস্টেমে ত্রুটি
বেনাপোল বন্দরে আমদানি ও রপ্তানিতে সংকট

ফাইল ছবি
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৫ | ১৯:০৬ | আপডেট: ০৪ মে ২০২৫ | ২১:৪৬
বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসে লিংক অনলাইন সিস্টেম কাজ না করায় বাংলাদেশের পণ্য আমদানি ও রপ্তানি বিঘ্নিত হচ্ছে। পেট্রাপোল বন্দরে পণ্যজট দেখা দিয়েছে। গত ২৮ এপ্রিল থেকে এক সপ্তাহ ধরে এই পরিস্থিতি। বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ৯৩৭টি ট্রাক পেট্রাপোল বন্দরে দাঁড়িয়ে আছে।
ভারতে পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, পেট্রাপোল কাস্টমস ও বন্দরে লিংক সার্ভিস টাটা কোম্পানি দিয়ে থাকে। গত ২৮ এপ্রিল সোমবার দুপুরে ঝড়ের পর লিংক সমস্যা দেখা দিয়েছে। টাটার কলকাতা অফিস সমস্যার সমাধান করতে পারেনি। এখন দিল্লির ডি জি সিস্টেম মনিটর করছে। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ অনলাইন সিস্টেমের বিকল্প হিসেবে ম্যানুয়াল পদ্ধতিতে কিছু পণ্য ছাড় করছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের কার্গো সম্পাদক রফিকুল ইসলাম রাকিব বলেন, সাধারণত প্রতিদিন ৫০০ ট্রাকের বেশি পণ্য আমদানি হয়। গতকাল রোববার দুপুর ২টা পর্যন্ত আমদানি হয়েছে দুই ট্রাক এবং রপ্তানি হয়েছে ৯২ ট্রাক পণ্য। ২৮ এপ্রিলের পর পণ্য আমদানি ও রপ্তানি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম। এর প্রভাবে বাংলাদেশের অনেক শিল্প কলকারখানায় কাঁচামালের সংকট দেখা দিতে পারে। অন্যদিকে রপ্তানি পণ্য যথাসময়ে পৌঁছানো সম্ভব হবে না।
বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের বলেন, পার্শ্ববর্তী পেট্রাপোল বন্দরে ইন্টারনেট লিংক না থাকায় তারা অনলাইন সিস্টেমে কাজ করতে পারছেন না। অনলাইনের বিকল্প হিসেবে ট্যাবে ওয়াইফাই কানেকশন দিয়ে নামমাত্র কার্যক্রম চালু রেখেছে পেট্রাপোল কাস্টমস।
- বিষয় :
- আমদানি-রপ্তানি