রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ ৪০.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, চরম দুর্ভোগ

তীব্র তাপদাহে রাস্তায় ছাতা নিয়ে চলাচল করছেন এক ব্যক্তি। ছবিটি শনিবার নগরীর সাহেব বাজার এলাকা থেকে তোলা। ছবি: শরিফুল ইসলাম তোতা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১১ মে ২০২৫ | ১৬:৫৪
রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। আজ রোববার বিকেল ৩টায় রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ। এর আগে শুক্রবার ৪০ ডিগ্রি এবং শনিবার সর্বোচ্চ ৪০.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
নগরীর বাসিন্দারা জানান, তীব্র তাপদাহে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে চরম দুর্ভাগ। বাইরে বের হলেই আগুনের মতো তাপ লাগছে চোখে মুখে। এতে চোখমুখ পুড়ে যাওয়ার অনুভূতি হচ্ছে। গরমে ট্যাপের পানিও উত্তপ্ত হয়ে উঠছে। একটু স্বস্তির জন্য মানুষ ও পশু-পাখি গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছে।
আবহাওয়া অফিস বলছে, ৪০ ডিগ্রি তাপমাত্রা উঠলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। ৪২ ডিগ্রিদে উঠলে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
নগরীর বাসিন্দারা আরও জানান, তীব্র তাপদাহের কারণে চরম কষ্ট হচ্ছে। খেটে খাওয়া মানুষ গরমে পরিশ্রম করতে পারছেন না। বাইরে বের হয়েই ক্লান্ত হয়ে পড়ছেন। প্রচণ্ড গরমের কারণে শহরের রাস্তাঘাট দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে। রাস্তাঘাট ফাঁকা থাকায় রিকশা চালকরা যাত্রী পাচ্ছেন না।
রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী তারেক আজিজ সমকালকে বলেন, ‘তাপমাত্রা সবজায়গাতেই বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়বে। বৃষ্টি হলেই কেবল তাপমাত্রা কমবে।’