শ্বশুরকে হত্যা মামলায় জামাতা ও তার ভাইয়ের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৩ মে ২০২৫ | ২০:১৯
খুলনায় শ্বশুর আব্দুর রশীদ ঢালীকে হত্যা মামলায় জামাতা এবং তার ভাইকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- দৌলতপুর থানা এলাকার মো. শেখ রাশেদ এবং তার ছোট ভাই মো. শেখ রকিবুল ইসলাম। রায় ঘোষণার পর আসামিদেরকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়।
আইনজীবীরা জানান, পারিবারিক কলহের জেরে ২০২১ সালের ২২ অক্টোবর রাতে নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতী বাইপাস সড়কের পাশে আব্দুর রশীদ ঢালীকে তার জামাতা রাশেদ ও রকিবুল ছুরিকাঘাতে হত্যা করে। ২ দিন পর পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ২৪ অক্টোবর নিহতের স্ত্রী ফারজানা বেগম বাদী হয়ে আড়ংঘাটা থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ৩০ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আড়ংঘাটা থানার এসআই মো. রফিকুল ইসলাম দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
- বিষয় :
- খুলনা
- হত্যা মামলা
- মৃত্যুদণ্ড