বেতন দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রাজাশন এলাকা অবরোধ করে মঙ্গলবার শ্রমিকদের বিক্ষোভ সমকাল
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১৪ মে ২০২৫ | ০০:৩৮
সাভারে যথাসময়ে বেতন পরিশোধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে শাখা সড়কে অবস্থান নেন।
গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজাশন এলাকা অবরোধ করে এই বিক্ষোভ করেন আজিম গ্রুপের গ্লোবাল আউটার ওয়্যার লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
শ্রমিকরা জানান, এপ্রিল মাসের বেতন দেওয়ার জন্য প্রথমে ১২ মে নির্ধারণ করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু ১২ মে বেতন না দিয়ে তারিখ পরিবর্তন করে আবার ১৩ মে নির্ধারণ করা হয়। মালিকপক্ষ গতকাল ১৩ মে বেতন না দিয়ে আবার ১৮ মে বেতনের তারিখ নির্ধারণ করে। তাই শ্রমিকরা মালিক পক্ষের টালবাহানায় অতিষ্ঠ হয়ে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।
কারখানার কর্মকর্তা সাইফ উদ্দিন চৌধুরী বলেন, বেতন পরিশোধ করতে কয়েকদিন দেরি হওয়ায় শ্রমিকরা কাজ বন্ধ করে আন্দোলন করেন। বাৎসরিক ছুটির কিছু টাকা বাকি ছিল, যেটা ইতোমধ্যে পরিশোধের উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে সবার পাওনা পরিশোধ করা হবে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, এপ্রিল মাসের বেতনের দাবিতে একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে কারখানায় নিয়ে যান। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।
- বিষয় :
- অবরোধ