কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপনের দাবি ত্রিশালে

ত্রিশালে জাতীয় পর্যায়ে কবি নজরুল জন্মজয়ন্তী উদযাপনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সমকাল
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৫ | ০০:৪১
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী কবির বাল্যস্মৃতিবিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ে পালনের দাবিতে আন্দোলন চলছে। ‘আমরা ত্রিশালবাসী’ ব্যানারে দ্বিতীয় দিনের মতো গতকাল মঙ্গলবার ঘণ্টাখানেক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। পরে ইউএনও আশ্বস্ত করলে অবরোধ তুলে নিয়ে আন্দোলন স্থগিত করেন তারা।
জানা গেছে, সরকারি সিদ্ধান্তে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কুমিল্লায় পালনের ঘোষণা হয়েছে। এমন খবরে ফুঁসে ওঠেন ত্রিশালের নজরুলভক্তরা। তারা চান, কবির বাল্যস্মৃতিবিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান। এ দাবি আদায়ে প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার স্থানীয় নজরুল অডিটোরিয়ামের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
আন্দোলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে ‘আমরা ত্রিশালবাসী’র ব্যানারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে ঘণ্টাখানেক বন্ধ থাকে মহাসড়কে যানচলাচল।
- বিষয় :
- জন্মবার্ষিকী