ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

যমুনার দুর্গম চরে ডাকাতি, খামারিকে খুন করে গরু লুট

যমুনার দুর্গম চরে ডাকাতি, খামারিকে খুন করে গরু লুট

ছবি-সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫ | ১২:২০ | আপডেট: ২১ মে ২০২৫ | ১২:৪৭

সিরাজগঞ্জের চৌহালীতে খামারিকে হত্যা করে গরু লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যমুনার দুর্গম ঘোরজান ইউনিয়নের মুরাদপুর-কাউলিয়া চরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সংঘবদ্ধ ১০ থেকে ১২ জনের ডাকাতদল খামারিকে শ্বাসরোধে খুন করে বস্তায় ভরে রাখে। এরপর খামার থেকে ৫টি গরু লুট করে সটকে পড়ে।  

নিহত খামারি তারা মিয়া (৬৫) খাসকাউলিয়া ইউনিয়নের খাসকাউলিয়া পশ্চিম জোতপাড়ার মৃত কুদ্দুস মিয়ার ছেলে। তিনি ও তার নাতি ইব্রাহিম হোসেন মুরাদপুর-কাউলিয়া চরে অস্থায়ী সেড তৈরি করে গরুর খামার গড়েন। সেখানেই রাতে থাকতেন। তারার মিয়ার নাতিকেও বস্তায় ভরে রাখা হয়েছিল। তবে শেষপর্যন্ত তিনি প্রাণে রক্ষা পান। 

এদিকে, খবর পেয়ে চৌহালী থানা পুলিশ এবং জেলা সদর থেকে ডিবি পুলিশের পৃথক দু’টি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ অপরাধীদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন বলে জানা যায়। 

ডিবি পুলিশের ওসি মো. একরামুল হোসাইন বলেন, ডাকাতির খবর পেয়ে যমুনার ওই দুর্গম চরে গিয়ে দুর্বৃত্তদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

চৌহালীর ওসি সাখাওয়াত হোসেন বুধবার সকাল নয়টায় জানান, সংঘবদ্ধ ডাকাত দল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খামারে ঢুকে তাঁরা মিয়াকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ৫টি গরু লুট করে পালিয়ে যায়। ডাকাত দল তাঁরা মিয়ার নাতিকেও বস্তায় ভরে রাখলেও শেষপর্যন্ত তিনি মারা যাননি। নিহতের লাশ উদ্ধার ও মামলার প্রস্তুতি চলছে। 

আরও পড়ুন

×