চট্টগ্রাম
জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল আরও এক নারীর

প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ মে ২০২৫ | ১৮:১৪
চট্টগ্রাম নগরে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস (৪৫) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ সিরাজের মেয়ে।
মঙ্গলবার গভীর রাতে নগরের চকবাজারের মেহেদীবাগ আবাসিক এলাকার এক নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় জান্নাতুল ফেরদৌসকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার রাতে টানা বৃষ্টির কারণে ওই এলাকায় পানি জমে যায়। জান্নাতুল ফেরদৌস ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি বৈদ্যুতিক খুঁটির স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে সেখানে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রসঙ্গত, এর আগে গত ১৮ মে সকালে নগরের চকবাজার থানার এমএম আলী রোডের বশর ভিলার নিচে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট দুই জনের মৃত্যু হয়।