ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সড়কে হাঁস-মুরগির বাজারে ট্রাকচাপায় নিহত ২, আহত ১০

সড়কে হাঁস-মুরগির বাজারে ট্রাকচাপায় নিহত ২, আহত ১০

দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৫ | ১২:৫৪ | আপডেট: ২৩ মে ২০২৫ | ১৪:১৭

কিশোরগঞ্জের আকবরনগর বাসস্ট্যান্ডে শুক্রবার সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও পথচারীদের চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজন নিহত হন। তারা হলেন আ. হালিম (৬৫) ও আঙ্গুর মিয়া (৪৫)। এ দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। এছাড়া মারা গেছে অন্তত ৫০টি হাঁঁস-মুরগি।

আকবরনগর বাসস্ট্যান্ডের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী মনজু মিয়া জানান, ভৈরব-কিশোরগঞ্জ সড়কে ভৈরবগামী বেপরোয়া গতির গাছবোঝাই একটি ট্রাক সকাল সাড়ে ৭টার দিকে সেখানে আগে থেকে দাঁড়ানো একটি অটোরিকশা এবং বাজারের লোকজনদের চাপা দেয়। 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আকবরনগর বাসস্ট্যান্ডে সড়কের দুই পাশে প্রতিদিন সকালে হাঁস-মুরগির বাজার বসে। আকবর নগর গ্রামের বাসিন্দা নিহত আ. হালিম মুরগি বিক্রি করতে বাজারে গিয়েছিলেন। আর স্থানীয় ঝগড়ারচর গ্রামের আঙ্গুর মিয়া হাঁস বিক্রি করতে বাজারে যান। ট্রাকচাপায় আ. হালিম ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আঙ্গুর মিয়া মারা যান।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাহাবুর রহমান দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
 

আরও পড়ুন

×