ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সাইকেল পেয়ে খুশি চা বাগানের শিক্ষার্থীরা

সাইকেল পেয়ে খুশি চা বাগানের শিক্ষার্থীরা

ছবি: সমকাল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫ | ২১:২৩

দুর্গম চা বাগান থেকে বিদ্যালয়ে আসার জন্য বাইসাইকেল পেল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯ নম্বর ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের ৫০ জন শিক্ষার্থী।

রোববার বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পে আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ন্যাশনওয়াইড কমিউনিটি ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকল্পের ২৬ জন মেয়ে ও ২৪ জন ছেলে  মিলিয়ে মোট ৫০ জন শিক্ষার্থীর মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিশু উন্নয়ন প্রকল্পের এলসিসি সদস্য জেনিস বিশ্বাস, প্রকল্প ব্যবস্থাপক সাইমন দাস অনিক, হিসাবরক্ষক রনি দাস, প্রকল্পের কর্মী লিটন পাশ প্রমুখ।

আরও পড়ুন

×