মোংলা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, পণ্য খালাস ব্যাহত, জোয়ারের পানিবৃদ্ধি

জাহাজ থেকে পণ্য খালাস করা যাচ্ছে না। ছবি: সমকাল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২৫ | ১৬:০৯ | আপডেট: ২৯ মে ২০২৫ | ১৬:৪০
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর ফলে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
লঘুচাপের প্রভাবে বুধবার ভোরে থেকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে।
বৈরী আবহাওয়ায় মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি ১০টি বাণিজ্যিক জাহাজের সারসহ বিভিন্ন পণ্য খালাস ও বোঝাই কাজ ব্যাহত হচ্ছে। এ ছাড়া পশুর নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে সুন্দরবনের কিছু নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। আপাতত লঘুচাপটি নিন্মচাপে রুপ নেওয়ায় আগামী তিনদিন হালকা ও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ।
- বিষয় :
- বঙ্গোপসাগর
- মোংলা বন্দর
- সতর্কসংকেত