ফরিদপুরে নিখোঁজের ৫ দিন পর কিশোরের লাশ উদ্ধার

মো. নীরব শেখ। ছবি: সংগৃহীত
ফরিদপুর অফিস
প্রকাশ: ৩০ মে ২০২৫ | ১৭:৪১
ফরিদপুরে নিখোঁজের পাঁচদিন পর মো. নীরব শেখ (১৭) নামে এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে শহরের বায়তুল আমান আকাব্বর মোল্লা ডাঙ্গী থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত কিশোর ২৬ নং ওয়ার্ডের আকাব্বর মোল্লা ডাঙ্গীর রাজমিস্ত্রি রেজাউল শেখের ছেলে এবং পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি।
নীরবের বাবা রেজাউল শেখ বলেন, পাঁচদিন আগে (২৫ মে) থেকে আমার ছেলে নিখোঁজ ছিল। ২৭ মে কোতোয়ালি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি জিডি করি। কিছুদিন আগে ১৪ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কিনে। ওই মোবাইলের লোভেই আমার ছেলেকে হত্যা করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে নদীর কোলের ডোবার কিনারায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে অনুসন্ধানে ঘটনার রহস্য বেরিয়ে আসে। ঘটনার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আশরাফ, এ ঘটনায় মুকুল মল্লিক (২৫) ও অভি (২০) নামে দু’জনকে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে বলে জানান।
তিনি বলেন, ঘটনার দিনে মুকুলের রিকশায় করে নীরবকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। আশা করছি ৭২ ঘণ্টার মধ্যেই আমরা নীরবের মোবাইল ফোন উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- যুবক নিখোঁজ
- যুবক নিহত
- লাশ উদ্ধার