ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সালথায় সহিংসতা ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

সালথায় সহিংসতা ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

সহিংসতা ও বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তারকৃত ৭ নেতাকর্মী

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৫ | ১৩:৪২ | আপডেট: ০১ জুন ২০২৫ | ১৩:৫০

ফরিদপুরের সালথা উপজেলায় রাজনৈতিক সহিংসতা ও বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। 

শনিবার রাত ৮টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রবিবার সকাল সাড়ে ১১টায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সালথা থানায় দায়েরকৃত একটি মামলায় মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে ফরিদপুরে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের পাটপাশা বালিয়া এলাকার মৃত মোমিন মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর (৫১), একই এলাকার টুকু মাতুব্বরের ছেলে রিপন মাতুব্বর (৪৩), মধ্য বালিয়া এলাকার রুস্তম বেপারীর ছেলে শাহিন বেপারী (৪০), কাঠিয়ার গট্টি এলাকার মৃত শন্ত মাতুববরের ছেলে ইস্কান্দার আলী (৪৫), বড়বালিয়া গ্রামের গালিম মাতুব্বরের ছেলে হাফিজুর মাতুব্বর (৩৩), ছোটবালিয়া গ্রামের মৃত আকমাল মাতুব্বরের ছেলে জাফর মাতুব্বর (৬২) ও দোহার গট্টি গ্রামের মলো মাতুব্বরের ছেলে জাহাঙ্গীর মাতুব্বর(৪৬)।

তারা সকলেই স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সক্রিয় নেতাকর্মী বলে জানা গেছে।
 

আরও পড়ুন

×