ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

প্রদীপ পাল। ছবি: সংগৃহীত

কুলাউড়া ও কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৫ | ১৫:৫৩ | আপডেট: ০১ জুন ২০২৫ | ১৭:১৬

মৌলভীবাজারের কুলাউড়ার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ( বিএসএফ) গুলিতে প্রদীপ পাল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে নিহত যুবকের লাশ বিএসএফ সীমান্তের ওপারে নিয়ে গেছে বলে নিহতের পরিবার কুলাউড়া থানা পুলিশকে জানিয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত ১১টার দিকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে। নিহত প্রদীপ পাল দত্তগ্রাম এলাকার সৌরভ পালের ছেলে এবং পেশায় একজন লন্ডি ব্যবসায়ী ছিলেন। 

স্থানীয় ইউপি সদস্য জয়নুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সমকালকে জানান, বিএসএফ প্রদিপকে হত্যা করে তার লাশ ভারতে নিয়ে গেছে।  

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার জানান, নিহত প্রদীপের পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় যোগাযোগ করে বিএসএফের গুলিতে প্রদীপ নিহত হয়েছেন এবং লাশ ভারতে নিয়ে যাওয়ার তথ্য জানিয়েছেন। তবে বিজিবির পক্ষ থেকে কুলাউড়া থানা পুলিশকে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

এ ব্যাপারে বিজিবি ৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া জানান, ঘটনাটি সীমান্তবর্তী জিরোলাইনে ঘটেনি বলে আমরা জেনেছি। ভারতের বিএসএফর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন

×