সাংবাদিকদের লেখার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: অনিন্দ্য ইসলাম অমিত

যশোরে অনিন্দ্য ইসলাম অমিত
যশোর অফিস
প্রকাশ: ০১ জুন ২০২৫ | ১৯:০৪
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সাংবাদিকদের লেখার এবং বলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান। এরপর ইলেকট্রনিক মিডিয়ার বিকাশও হয়েছে বিএনপির সময়ে। বিএনপি গণমাধ্যমবান্ধব একটি রাজনৈতিক দল। আমাদের দল বরাবরই জনগণের পক্ষে ছিল, গণতন্ত্রের পক্ষে ছিল।’
আজ রোববার দুপুরে ‘দেশপ্রেমিক সাংবাদিক সমাজের’ ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যশোর প্রেস ক্লাবে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে টিকে থাকবার জন্য রাজপথে লড়াই করতে গিয়ে আমরা বারবার আক্রান্ত হয়েছি। তখন আমরা পাশে পেয়েছি গণমাধ্যমের বন্ধুদের। তাদের লেখনি আমাদের সাহস যুগিয়েছিল। তাই আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তারেক রহমানে নেতৃত্বে সেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে সমর্থ হব।’
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, যুবদলের জেলা আহ্বায়ক এম তমাল আহম্মেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
- বিষয় :
- যশোর
- বিএনপি
- জিয়াউর রহমান