বাইসাইকেল দিবস
কাঠের সাইকেলের ইউরোপযাত্রা

বাগেরহাটে তৈরি কাঠের ‘বেবি ব্যালান্স বাইক’। সম্প্রতি তোলা সমকাল
তানজীম আহমেদ, বাগেরহাট
প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ০১:১৮ | আপডেট: ০৩ জুন ২০২৫ | ১১:৫২
আরোহণে স্বাধীনতার আনন্দ যেমন থাকে, তেমনটি দূরত্বের সব বাধা কাটিয়ে এগিয়ে যাওয়ার লুকানো স্পর্ধাও থাকে। তবে বাইসাইকেল কেবলই বাহন নয়, তা একেকজনের কাছে শৈশব-কৈশোরের স্মারকও বটে। আজ সেই সুদর্শন দ্বিচক্রযানের আন্তর্জাতিক দিবস। ২০১৮ সাল থেকে জাতিসংঘ প্রতি বছর জুনের তৃতীয় দিনটিকে বিশ্বজুড়ে উদযাপন করে আসছে।
জাতিসংঘের মতে, বাইসাইকেল হলো শান্তি ও সংস্কৃতির প্রতীক। সাইকেল চালানোর মধ্যে প্রচ্ছন্নভাবে সামাজিক সাম্য, শ্রদ্ধা আর সংযুক্তির বার্তা থাকে। থাকে সহিষ্ণুতাও। চাহিদার এই বিশ্বায়নে বাণিজ্য তো থাকেই।
বাগেরহাটের একটি প্রতিষ্ঠান কাঠের নির্মিত বাইসাইকেল রপ্তানি করছে ইউরোপে। ‘বেবি ব্যালান্স বাইক’ নামে পরিচিত এই দ্বিচক্রযানের চাকা থেকে শুরু করে চেইন– পুরো কাঠামোই কাঠ দিয়ে নির্মিত। বাগেরহাট বিসিক শিল্পনগরীর ‘ন্যাচারাল ফাইবার’ নামে দুই সহোদরের প্রতিষ্ঠান গ্রিসের কোকো-ম্যাট প্রতিষ্ঠানে তিন লাখ কাঠের সাইকেলের রপ্তানি আদেশ পেয়েছে। শুধু কাঠের নির্মিত বাইসাইকেলই নয়, প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব সানবেড, হোটেল বেডসহ বিভিন্ন খেলনাও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে।
একটা সময় কেরানি ইমেজ নিয়ে মধ্যবিত্তের জীবনে প্রতিষ্ঠা পেয়েছিল বাইসাইকেল! তবে ধারণা ভেঙে গেছে অনেক আগেই। বরং এই সত্য প্রতিষ্ঠিত হয়েছে যে, সাইকেল চালানো নিজের এবং পরিবেশের জন্য ভালো। স্বাস্থ্যও ভালো থাকে, নিজেকেও ফিট রাখা যায়। সাইকেলের প্যাডেল চালাতে ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি পোড়াতে হয় না। ফলে কার্বন নির্গমনও হয় না। ক্ষতি হয় না পরিবেশের। এই ব্যাপারটি খুবই গুরুত্ব দেয় ইউরোপ। তাই তাদের কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে বাগেরহাটের কাঠের সাইকেল।
ন্যাচারাল ফাইবারের স্বত্বাধিকারী মোস্তাফিজ আহমেদ বলেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে আমরা আমাদের নানা পণ্যের বিজ্ঞাপন দিই। সেখান থেকে ২০২২ সালে আমাদের সঙ্গে গ্রিসের কোকো-ম্যাট নামের একটি প্রতিষ্ঠান যোগাযোগ করে। প্রতিষ্ঠানটি আমাদের কাছে নতুন ধরনের একটি পণ্য, ডিসপোজেবল হোটেল স্লিপারের চাহিদা দেয়। ডিজাইন স্পেসিফিকেশন দিলে আমরা সে অনুযায়ী তাদের পণ্যের স্যাম্পল তৈরি করে পাঠাই। তাদের চাহিদা অনুয়ায়ী ২০২৩ সালে আমরা একটি কাঠের সাইকেল তৈরি করি। পছন্দ হওয়ায় প্রয়োজন অনুযায়ী সাইকেল অর্ডার করে প্রতিষ্ঠানটি।’
সাইকেলটি তৈরি করতে ১১টি আলাদা অংশের প্রয়োজন হয়। কারখানার বিভিন্ন স্থানে এসব অংশ তৈরি করে সংযুক্ত করেন কারিগররা। তারপর রং লাগিয়ে প্রস্তুত করা হয়। একটা সাইকেল বানাতে গড়ে ৭-৮ ঘণ্টা সময় লাগে।
গ্রিসের কোকো-ম্যাটের প্রতিষ্ঠাতা পল এফমরফিডিস বলেন, ‘ন্যাচারাল ফাইবার কারখানা খুবই দক্ষতার সঙ্গে কাজ করে। তাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে একসঙ্গে পরিবেশবান্ধব পণ্য তৈরি ও বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আশা করছি আমরা।’
শুরুর গল্প
দুই দশক আগে বাগেরহাট থেকে সারাদেশে যেত নারিকেলের তেল। এক দশকের বেশি সময় ধরে এই ব্যবসায় যুক্ত মোস্তাফিজ আহমেদ দেখেন অযত্নে পড়ে থাকে নারিকেলের ছোবড়া। তখন ছোবড়া দিয়ে নতুন পণ্য তৈরির ভাবনা স্থির করেন মোস্তাফিজ। সেই ভাবনা থেকে ২০০২ সালে শুরু হয় ছোবড়ার আঁশ দিয়ে তোশকের (ম্যাট্রেস) ভেতরের অংশ বা কয়ার ফেল্ট তৈরির কারখানা স্থাপনের কাজ। ছোবড়া থেকে তৈরি পণ্যের পর তালিকায় ধীরে ধীরে যুক্ত হয় কোকোপিট, ডিসপোজেবল স্লিপারের মতো পরিবেশবান্ধব পণ্য। এরই ধারাবাহিকতায় যুক্ত হয়েছে কাঠের সাইকেল। দুই সহোদরের কারখানায় কর্মসংস্থান হয়েছে শতাধিক কর্মীর।
- বিষয় :
- সাইকেল
- বাইসাইকেল দিবস
- রপ্তানি
- বাগেরহাট