ভিজিএফের ৭০ বস্তা চাল লুট সশস্ত্র দুর্বৃত্তদের

দৌলতপুরে মঙ্গলবার প্রশাসনের অভিযানে উদ্ধার করা চাল সমকাল
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ২৩:৩০
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভিজিএফের প্রায় ৭০ বস্তা চাল লুট করে নিয়ে গেছে সশস্ত্র দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা লুট হওয়া চাল উদ্ধারে গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এদিন ২২ বস্তা উদ্ধার করা হয়েছে বলে তারা জানিয়েছেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদ ও উদ্ধারে সহযোগিতার জন্য কয়েকজনকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে বিতরণের জন্য ইউনিয়নভিত্তিক ভিজিএফের চাল বরাদ্দ দেয়। ফিলিপনগর ইউনিয়নে বরাদ্দের চাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিতরণ শুরু হয়।
বেলা আড়াইটার দিকে লোকসমাগম কমে গেলে স্থানীয় ১৫-২০ জন দুর্বৃত্ত সশস্ত্র অবস্থায় ইউনিয়ন পরিষদে প্রবেশ করে ৫০ কেজি করে প্রায় ৭০ বস্তা চাল লুট করে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ক্যাম্পের সেনাবাহিনী, পুলিশ ও ইউএনওসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে লুট হওয়া চাল উদ্ধারে তৎপরতা শুরু করেন। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহাবুল ইসলাম ও চৌকিদারদের সঙ্গে নিয়ে সেনাবাহিনীর সদস্যরা চাল উদ্ধারে গ্রামের বিভিন্ন বাড়িতে অভিযান চালান। এ বিষয়ে বক্তব্য জানতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হকের মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তাঁকে পাওয়া যায়নি।
দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, চাল লুটকারীদের কয়েকজনকে শনাক্ত করা গেছে। বাড়ি বাড়ি গিয়ে লুট হওয়া চাল উদ্ধারসহ এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ২২ বস্তা চাল উদ্ধার হয়েছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৫০ কেজি ওজনের প্রায় ৭০ বস্তা চাল দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। ইউপি সদস্য ও চৌকিদারের সহায়তায় লুটকৃত চাল উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কাজ করছেন।
- বিষয় :
- চাল