ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাবনা সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীন কারাগারে

পাবনা সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীন কারাগারে

পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন।

পাবনা অফিস

প্রকাশ: ০৫ জুন ২০২৫ | ১৮:০২

পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীনকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ফারহানা হক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
এর আগে গত মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন তিনি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাবনায় আওয়ামী লীগ নেতার ছোড়া গুলিতে ছাত্র নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসাবে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন

×