গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল গৃহবধূর

প্রতীকী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৫ | ১৪:০২ | আপডেট: ০৯ জুন ২০২৫ | ১৪:৫৫
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সুবর্ণা (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মধ্য চারিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা মধ্য চারিগ্রাম এলাকার হাসান মিয়ার পুত্রবধূ। হাসান মিয়া বিভিন্ন মেলায় বেলুন বিক্রি করেন।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, সকালে বেলুন ফুলানোর কাজে ব্যস্ত ছিলেন সুবর্ণা। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিতে হয়ে সুবর্ণা ও তার স্বামী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পথে সুবর্ণা মারা যান। বিষয়টি খোঁজ খবর নেওয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো যাবে বলে জানান ওসি।