পুঠিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ

আগুনে পুড়ে যাওয়া বাড়ি। ছবি: সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৯ জুন ২০২৫ | ২২:৫৫ | আপডেট: ০৯ জুন ২০২৫ | ২২:৫৮
রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের সমর্থক আব্দুল হান্নানের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকের বিরুদ্ধে।
সোমবার দুপুরে পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে। অভিযুক্ত রফিক পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের সদস্য ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি।
আব্দুল হান্নানের ছেলে তরিকুল ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে রফিক মেম্বার। আজ দুপুরেও আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে রাজি না হলে রফিক ১০ থেকে ১২ জন সহযোগী নিয়ে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে। এ সময় আমরা প্রাণ বাঁচাতে পালিয়ে যাই।
তিনি আরও বলেন, আমার বাবা আওয়ামী লীগ সমর্থক হলেও আমি কোনো রাজনীতি করি না। আগুন দিতে এসে প্রথমে তারা লুটপাট করে। এ সময় স্বর্ণ ও ৫ লাখ টাকা নিয়ে যায়। আগুনে একটি ছাগল পুড়ে মারা গেছে, আরেকটি দগ্ধ হয়েছে।
আব্দুল হান্নান বলেন, রফিকের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই, তবুও কেন আমার বাড়ি পেট্রোল দিয়ে পুড়িয়ে দিলো?
পলাতক থাকায় এ বিষয়ে রফিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার ভাই নুরন্নবী বলেন, ‘‘আমার ভাইকে তরিকুল ‘ল্যাংড়া রফিক’ বলে কটূক্তি করে। প্রতিবাদ করলে নিজেরাই নিজেদের বাড়িতে আগুন দেয়। এখন রফিকের ওপর দোষ দিচ্ছে।’’
এ বিষয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, রফিকের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। যদি তিনি এ ঘটনায় জড়িত থাকেন, তাহলে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পুঠিয়া থানার তদন্ত (ওসি) দুলাল হোসেন বলেন, বিরালদহ হাতিনাদা গ্রামে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে পুলিশও সেখানে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একটি অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেব।