কুষ্টিয়ায় যুবককে গুলি করে হত্যা

ছবি: প্রতীকী
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৫ | ০৩:৩৯
কুষ্টিয়া সদর উপজেলায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মধুপুর পশুর হাট সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে গুলিবিদ্ধ লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে একটি শটগান, মোটরসাইকেল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
নিহত টুটুল হোসেন (৪০) মধুপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তুরাব হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান দিয়ে ব্যবসা করছিলেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, রাতে মধুপুর পশুর হাট সংলগ্ন স্থানে টুটুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পাশ থেকে একটি শটগান, কয়েক রাউন্ড গুলি ও মোটরসাইকেল জব্দ করেছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে যাওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।