ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফরিদপুরবাসীর পাশেই থাকতে চাই: এ. কে. আজাদ

ফরিদপুরবাসীর পাশেই থাকতে চাই: এ. কে. আজাদ

সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এ. কে. আজাদ। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১১ জুন ২০২৫ | ১৮:৩৩ | আপডেট: ১১ জুন ২০২৫ | ২০:০৪

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য এ. কে. আজাদ বলেছেন, বিপদ-আপদে ফরিদপুরের মানুষ আমাদের ওপর ভরসা করেন। আমি ও আমার পরিবার গত দুই যুগ তাদের পাশে রয়েছি। আমরা সব সময় ফরিদপুরবাসীর পাশেই থাকতে চাই।

বুধবার ফরিদপুর সদরের ডিক্রীর চর ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয়দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে এসব কথা বলেন তিনি। এ সময় দুটি ইউনিয়নের গোরস্তান নির্মাণ ও সম্প্রসারণে ২৬ লাখ টাকা অনুদান দেন এ. কে. আজাদ।

তিনি বলেন, ‘আমার সভায় আসতে অনেককে ফোন করে নিষেধ করা হয়েছে; এলে মামলা দেওয়া হবে। বিষয়টি জানতে পেরে পুলিশ প্রশাসনের কাছে জানতে চেয়েছি– আমার সভা-সমাবেশ করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? তারা জানিয়েছে– কোনো সমস্যা নেই। আপনি সাবেক স্বতন্ত্র এমপি হিসেবে নির্বাচনের প্রার্থী হতে প্রচার চালিয়ে যাবেন, সরকার সব ধরনের সহযোগিতা করবে।’

এ. কে. আজাদ আরও বলেন, ‘আমি মানুষকে প্রশাসনের অবস্থানের কথা জানানোর পরও অনেকে ভয়ে আছেন। আশা করছি, আস্তে আস্তে সবার ভয় কেটে যাবে।’

শুভেচ্ছা বিনিময়ে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহিদ আল ফারুক বলেন, ‘বিএনপি নেতা কামাল ইবনে ইউসুফের মৃত্যুর পর আমরা এ. কে. আজাদকে ফরিদপুরের অভিভাবক মনে করি। তাঁকেই আমরা ফরিদপুর সদরের সংসদ সদস্য দেখতে চাই।’

এ সময় উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, পরিচালক বেলাল হোসেন, অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, শিক্ষক নেতা আক্কাস পরামানিক, ডিক্রীর চর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, ঈশান গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোবহান মোল্লা, সমাজসেবক শাহ আলম মুকুল, শহিদুল ইসলাম নিরু, উজ্জ্বল সরকার লোটন, মজিদ ফকির, মানোয়ার হোসেন, আবুল বাতিন, আক্তার হোসেন, সিরাজ মীর প্রমুখ।

মতবিনিময় শেষে নর্থ চ্যানেল ইউনিয়নের কামারডাঙ্গীতে মরহুম সালাম চেয়ারম্যানের বাড়ি-সংলগ্ন গোরস্তান সম্প্রসারণ ও উন্নয়নে ১০ লাখ এবং ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে নির্মাণাধীন কবরস্থানের জন্য ১৬ লাখ টাকা অনুদান দেন এ. কে. আজাদ।

এ সময় তিনি স্থানীয় বাসিন্দা, মসজিদ ও মাদ্রাসার দায়িত্বশীলদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বিকেলে এ. কে. আজাদ কানাইপুর ইউনিয়নের সিকদারবাড়ি মন্দিরে কীর্তন পরিদর্শন ও অনুদান দেন।

আরও পড়ুন

×