হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ১৬ বছর পর বিপদসীমা ওপরে পদ্মার পানি

ফাইল ছবি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ০২:০৪
ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে দীর্ঘ ১৬ বছর পর বিপদসীমা অতিক্রম করেছে পদ্মার পানি। মঙ্গলবার হার্ডিঞ্জ ব্রিজের পানি পরিমাপ করার স্থানে সরেজমিন গিয়ে দেখা গেছে, পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাবনা পানি উন্নয়ন বোর্ড হাইড্রোলজি বিভাগের উত্তরাঞ্চলীয় নির্বাহী প্রকৌশলী কেএম জহুরুল হক জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বেড়েছে ১৪ সেন্টিমিটার। মঙ্গলবার সকাল ১০টায় বিপদসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার অতিক্রম করেছে পানি।
এদিকে পদ্মায় পানি বিপদসীমা অতিক্রম করায় ঈশ্বরদী উপজেলার সাঁড়া, পাকশী, সাহাপুর ও লক্ষীকুন্ডা ইউনিয়নের প্রায় ১ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। সাহাপুর ইউনিয়নের পদ্মা নদীর পাড় ঘেঁষা চর এলাকায় আবাদ করা ফুলকপি, মূলা, বেগুন, মরিচ, করলা, লাউ, পটলসহ বিভিন্ন সব্জির ক্ষেত জলমগ্ন হয়ে পড়ায় সবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
সাঁড়া ইউনিয়নের কৃষক ইন্তেজার আলী জানান, চরের ৫ বিঘা জমিতে আগাম মাসকলাই চাষ করেছিলাম, ফলনও ভালো হয়েছিল, কিন্তু পদ্মার পানি হঠাৎ বাড়ার কারণে সব জমির ফসল তলিয়ে গেছে।
সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা জানান, অনেক বছর পর এবার পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ায় কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ সমকালকে বলেন, পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করার আগে থেকেই পাবনা জেলা প্রশাসন সতর্ক দৃষ্টি রাখছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে নদীরপাড় এলাকার এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যখন যেভাবে প্রয়োজন পাবনা জেলা প্রশাসন তখন সেখানে সেভাবে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।
ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের দেওয়া তথ্যমতে, এ মৌসুমে ঈশ্বরদীর পদ্মা নদীর চরাঞ্চলে বিভিন্ন ফসলের আবাদ হয়েছে প্রায় এক হাজার হেক্টর জমিতে। ইতিমধ্যে পদ্মা নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার আবাদি ফসল তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া ফসলের অধিকাংশই দরিদ্র কৃষকদের।
- বিষয় :
- ঈশ্বরদী
- হার্ডিঞ্জ ব্রিজ