ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নাটোরে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

নাটোরে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

প্রতীকী ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৫ | ২২:৩৮

নাটোরের মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রুবেল আলী নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নাটোর সদর উপজেলার লক্ষীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক রুবেল আলী পার লক্ষীপুর এলাকার ইউসুফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে রুবেল আলী মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। এ সময় মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রুবেল আলী ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক ট্রাক্টরটি দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

×