ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

১০ দিন পর আমদানি-রপ্তানি শুরু বাংলাবান্ধা স্থলবন্দরে

১০ দিন পর আমদানি-রপ্তানি শুরু বাংলাবান্ধা স্থলবন্দরে

ছবি: সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৫ | ১৬:৩৯

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধের পর আবারও আমদানি রপ্তানি শুরু হয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। রোববার সকালে ভারত, ভূটান ও নেপাল থেকে পন্য আমদানি রপ্তানির মাধ্যমে আবারও সচল হয়ে ওঠে এই শুল্ক স্টেশন।

স্থলবন্দর সূত্র জানায়, ঈদে গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ ১৫ জুন থেকে বন্দরটিতে প্রাণচাঞ্চল্য ফিরেছে।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, ব্যবসায়ীদের আবেদনে ঈদে স্থলবন্দরের কার্যক্রম ১০ দিন বন্ধ ছিল।

এবার ঈদে টানা ১০ দিন ব্যবসা বাণিজ্য বন্ধ থাকলেও স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভিসা পাসপোর্টধারীদের পারাপার স্বাভাবিক ছিল বলে জানান ইমিগ্রেশন ওসি ফিরোজ কবীর।।

আরও পড়ুন

×