টেকনাফে বাস থামিয়ে পরিবহন কর্মী অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রতীকী ছবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ০৮:৪৭
কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী একটি বাস থামিয়ে পরিবহনের এক কর্মীকে অপহরণ করা হয়েছে। এরপর পরিবারের সদস্যদের ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা বাস থামিয়ে এই কর্মীকে অপহরণ করে পশ্চিমের পাহাড়ে নিয়ে যায় বলে জানিয়েছেন হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।
অপহৃত সালমান খান (২৭) একই ইউনিয়নের দমদমিয়া এলাকার বাসিন্দা। তিনি সেন্টমার্টিন পরিবহনে টিকেট কাউন্টারে দায়িত্ব পালন করেন।
হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, টেকনাফ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা দেওয়া সেন্টমার্টিন পরিবহনের একটি বাসযোগে সালমান হ্নীলায় আসছিল। আলীখালি রাস্তার মাথা থেকে বাসটি থামিয়ে কয়েকজন সন্ত্রাসী তাকে ধরে পাহাড়ে নিয়ে যায়। পরে তার বাবাকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের টেকনাফ থানায় পাঠানো হয়েছে।
টেকনাফ থানার ওসি তদন্ত হিমেল রায় বলেন, অপহরণের বিষয়টি এখনও কেউ অবহিত করেনি। তারপরও পুলিশ কাজ করছে।
এদিকে কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত সাড়ে ১৭ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫৫ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।