ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নতুন কমিটি গঠন, শ্রীপুরে বিএনপির আনন্দ মিছিল 

নতুন কমিটি গঠন, শ্রীপুরে বিএনপির আনন্দ মিছিল 

নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল করে দলটির নেতাকর্মীরা। ছবি: সমকাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ০০:৩০

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। বুধবার বিকেলে উপজেলার রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত আননন্দ মিছিলে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। 

ধলাদিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে রাজাবাড়ি বাজার পর্যন্ত ঢাকা-কাপাসিয়া সড়ক প্রদক্ষিণ করে এই আনন্দ মিছিল। এতে অংশ নেন আহ্বায়ক কমিটির সদস্য মহিদুল ইসলাম নয়ন, নাজমুল হুদা শাহীন, শাহনুর সরকার প্রমুখ। 

প্রসঙ্গত, সম্প্রতি আব্দুল মোতালেবকে আহ্বায়ক ও খায়রুল কবির মন্ডল আজাদকে সদস্যসচিব করে ৪১ সদস্যবিশিষ্ট আবহবায়ক কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন

×