ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গহনার কারিগরকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

গহনার কারিগরকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২২ জুন ২০২৫ | ২২:৪৪

সাভারে গহনা তৈরির কারিগরকে গাছে ঝুলিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে ভাকুর্তা ইউনিয়নের কান্দি ভাকুর্তা এলাকার একটি পরিত্যক্ত স্থানে গাছে ঝুলন্ত লাশটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রোববার বিকেলে হত্যা মামলা করেছেন ভুক্তভোগীর বড় ভাই। 

নিহত আব্দুল মালেক সাভারের কান্দি ভাকুর্তা এলাকার জজ মিয়ার ছেলে। ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেটের একটি গহনা তৈরির কারখানায় কাজ করতেন তিনি। তাঁর পরিবারের অভিযোগ, মালেককে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে।

পুলিশ জানায়, গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন আব্দুল মালেক। পরে রাত ৭টার দিকে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

বাদী রমজান আলী বলেন, ‘আমার ভাইকে হত্যা করে তাঁর লাশ গাছে ঝুলিয়ে রেখেছিল। এই হত্যাকাণ্ডের বিচার চাই।’ তিনি বলেন, ‘আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না। তবু কেন, কী কারণে আমার ভাই খুন হলো বুঝতে পারছি না।’ 

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বিলায়েত হোসেনের ভাষ্য, গাছের সঙ্গে ঝুলছিল লাশটি। তবে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পরই জানা যাবে। এ ঘটনায় সন্দেহভাজন একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×