ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বাঁশখালীতে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার

বাঁশখালীতে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার

কৃষি বিভাগের আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার। ছবি: সমকাল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ১৮:০৮

বাঁশখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে কৃষি বিভাগের এক ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার অতিরিক্ত উপ-পরিচালক হাবিবুন নেছা।

উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকারের স্বাগত বক্তব্য ও পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌসিবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান প্রমুখ। সেমিনারে শতাধিক কৃষক, বিদ্যালয় প্রতিনিধি, সংবাদকর্মীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার অতিরিক্ত উপ-পরিচালক হাবিবুন নেছা বলেন, সরকার কৃষি ও কৃষকবান্ধব। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই কীভাবে অধিক ফলন ও লাভবান হওয়া যায় সে লক্ষ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। কৃষকদের সঙ্গে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আজকের মুখোমুখি কর্মশালা তথা পার্টনার কংগ্রেস তারই প্রতিফলন। তিনি কৃষকদেরকে তাদের যে কোনো সমস্যায় কৃষি বিভাগের পরামর্শ নিতে আহ্বান জানান।

এর আগে গত বুধবার কৃষি বিভাগের উদ্যোগে ২ হাজার ২৫০ জন কৃষককে সার, বীজ ও চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার জানান, সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও সার, বীজ ও চারা বিতরণের মাধ্যমে সারা দেশের ন্যায় বাঁশখালীর কৃষকদের পাশে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

×