ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১২৩০ শিক্ষার্থী

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১২৩০ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ২২:১৩

এইচএসসি পরীক্ষার প্রথম দিন চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১ হাজার ২৩০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পরীক্ষার প্রথম দিন হয়েছে বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা। 

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, মোট ১১৫টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৮৮ হাজার ৩১৮ জনের মধ্যে অংশ নিয়েছেন ৮৭ হাজার ৮৮ জন। অনুপস্থিত ছিলেন ১২৩০ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘প্রথম দিন সুষ্ঠু, সুশৃঙ্খলভাবে পরীক্ষা হয়েছে। কোনো কেন্দ্রে বহিষ্কারের কোনো তথ্য পাওয়া যায়নি। প্রথম দিন মোট পরীক্ষার্থীর ১ দশমিক ২ শতাংশের মত অনুপস্থিত ছিল।’

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম মহানগর, জেলা, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজারের কলেজ ৩০৭টি কলেজ থেকে এবার এক লাখ দুই হাজার ৮৬৯ জন পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলেন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৮৮ হাজার ৩১৮ জন। চট্টগ্রাম মহানগরীসহ জেলার ৬৯টি কেন্দ্রে ৬৪ হাজার ৩৭০ জনের মধ্যে ৬৩ হাজার ৫২৬ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৮৪৪ জন। বাকি পরীক্ষার্থীরা তিন পাবর্ত্য ও কক্সবাজার জেলার কেন্দ্রগুলোতে অনুপস্থিত ছিল।

আরও পড়ুন

×