ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

পাথর কোয়ারির বিদ্যুৎ নিয়ে মুখোমুখি ব্যবসায়ী-প্রশাসন

পাথর কোয়ারির বিদ্যুৎ নিয়ে মুখোমুখি ব্যবসায়ী-প্রশাসন

সিলেটের কোম্পানীগঞ্জে অবস্থিত পাথর ভাঙা কলে সোমবার অভিযান চালায় খনিজ মন্ত্রণালয়। এ সময় কলের শ্রমিকরা প্রতিরোধের চেষ্টায় অবস্থান গ্রহণ করে সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ২৩:৫৮

গত কয়েক বছর ধরে সিলেটের সবগুলো পাথর কোয়ারির ইজারা বন্ধ রয়েছে। পাশাপাশি নতুন করে পাথর ভাঙার কলের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ অবস্থায় পাথর কোয়ারির ইজারা বাতিল এবং অপরদিকে খুলে দেওয়ার দাবিতে সোচ্চার পাথর ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা। ফলে এ নিয়ে মুখোমুখি ব্যবসায়ী ও প্রশাসন।
সোমবার সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদ কর্মবিরতি গণঅনশন ও অবস্থান কর্মসূচি পালন করে। সদর উপজেলার ধোপাগোল শহীদ মিনারে এই কর্মসূচি হয়। এ সময় বক্তারা, সিলেটের সব পাথর কোয়ারির ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও ট্রাক শ্রমিকদের হয়রানি ও সব ক্রাশার মালিকদের ব্যবসার সুযোগ এবং বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানান।
সিলেট সদর পাথর ক্রাশার মালিক সমবায় সমিতির সভাপতি মন্তাজ আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা আব্দুল হকের পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ট্রাক পিকআপ মালিক গ্রুপের সহসভাপতি, মুজিবুর রহমান মুজিব, সহসভাপতি নারায়ন পুরকায়স্থ ফনি, সিলেট সদর পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মুহিবুর রহমান সুলেমান, সিলেট সদর উপজেলা বিএনপির সদস্য মামুন আল রশিদ হেলাল, সিলেট সদর পাথর ক্রাশার ও বালু ব্যবসায়ী মালিক সমিতির সহসভাপতি শানুর মিয়া প্রমুখ।
এদিকে প্রশাসন প্রতিদিনই অভিযান চালাচ্ছে ক্রাশার মিল বন্ধে। নিয়ম ভেঙে সিলেটের পাঁচ উপজেলায় দেড় হাজারেরও বেশি পাথর ভাঙার কল গড়েছেন মালিকরা। এসব কলের অধিকাংশই নীতিমালা অগ্রাহ্য করে স্থাপন করা হয়েছে। এসব কলের কোনোটি বাজারে, কোনোটি জনবসতিপূর্ণ এলাকায়। বিগত কয়েক বছর ধরে এসব বন্ধে এলাকার লোকজন বিভিন্নভাবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়ে আসছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
গত ১৪ জুন জাফলং এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে অবরোধ করা হয়। এ সময় তারা জাফলং পাথর কোয়ারি চালুর দাবি তোলেন। প্রাথমিকভাবে তাদের সাধারণ শ্রমিক দাবি করা হলেও পরে জানা যায়, তারা স্থানীয় বিএনপির নেতাকর্মী।

আরও পড়ুন

×