ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

পটিয়া থানার নতুন ওসি নুরুজ্জামান

পটিয়া থানার নতুন ওসি নুরুজ্জামান

ছবি: সংগৃহীত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ | ১৯:৩১

চট্টগ্রাম জেলার বোয়ালখালী ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল আনা হয়েছে। পাশাপাশি পটিয়া থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুরুজ্জামান। এর আগে একই থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা পটিয়া থানায় যোগদান করেন।

সোমবার জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ারকে চন্দনাইশ থানায় বদলি করা হয়েছে। অপরদিকে, চন্দনাইশ থানার ওসি নুরুজ্জামানকে পটিয়া থানায় বদলি করা হয়েছে।

পটিয়া থানার নতুন ওসি মো. নুরুজ্জামান বলেন, আমি পটিয়া থানায় নতুন যোগদান করছি। যতদিন ওই দায়িত্বে থাকবো ততদিন সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ্।

সম্প্রতি পটিয়া থানায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাঙামাটি জেলা সহ-সভাপতি দীপঙ্কর দে-কে গ্রেপ্তার নিয়ে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবরোধে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ ঘটনার জেরেই পটিয়া থানার তৎকালীন ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন  নুরকে প্রত্যাহার করে নেওয়া হয়।

ছাত্রদের দাবি ছিল পটিয়া থানার ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর, এসআই মোহাম্মদ আসাদ ও অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) আরিফুল ইসলামকে প্রত্যাহারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।

ইতোমধ্যে ছাত্রদের আল্টি‌মেটামের প্রেক্ষিতে ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর, এসআই আসাদুজ্জামানকে পটিয়া থানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওসি জায়েদ নুরকে প্রত্যাহার ও এসআই আসাদুজ্জামানকে মিরসরাই থানায় বদলি করা হয়েছে।

আরও পড়ুন

×