ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দিনাজপুরে 'আল্লাহর দলের' ২ সদস্য আটক

দিনাজপুরে 'আল্লাহর দলের' ২ সদস্য আটক

গ্রেপ্তারকৃত আল্লাহর দলের দুই সক্রিয় সদস্য

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ০১:৫২ | আপডেট: ১৮ জুলাই ২০২০ | ০২:০৩

দিনাজপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আল্লাহর দলের' দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।

শুক্রবার রাত পৌনে ৩টার দিকে জেলা সদরের পুলহাট কসবা এলাকায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণে জিহাদি বই উদ্ধার করা হয়েছে। 

আটকেরা হলেন- দিনাজপুর সদর উপজেলার করিমুল্ল্যাহপুর মোল্লাপাড়ার মোকসেদ আলীর ছেলে মোহাম্মদ আলী আকাশ (৩৬) ও কসবা গ্রামের এফাতুল্লাহ মিয়ার ছেলে সাহাবুল ইসলাম সাজু (৪০)। আকাশ গাজীপুর ও নরসিংদী জেলার বিভাগীয় জঙ্গি সংগঠন আল্লাহর দলের নায়ক ও সাজু সক্রিয় সদস্য বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

শনিবার সকাল ১১টায় দিনাজপুর কোতয়ালী থানায় এক প্রেস বিফ্রিংয়ে অভিযানে নেতৃত্ব দানকারী কর্মকর্তা ও অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আখিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদরের কসবা মিশন রোড এলাকার আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে আল্লাহর দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, সাংগঠনিক চাঁদার বইসহ ১৬ ধরনের বই উদ্ধার করা হয়। 

তিনি জানান, আটক আকাশের বিরুদ্ধে কোতয়ালী থানায় নাশকতার মামলা আছে। ২০০২ সালে আকাশ ও ২০০৩ সালে সাজু আল্লাহর দলের প্রধান মতিন মেহেদির হাত ধরে এই দলে প্রবেশ করে। বর্তমানে মতিন আটক থাকলেও দলের অন্যান্য সদস্যরা গোপনে কার্যক্রম চালাচ্ছে। এ ঘটনায় এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক ইসরাফিল হোসেন ভুইয়া বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা করেছেন। 



আরও পড়ুন

×