ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

কুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০৯:১৫ | আপডেট: ২২ জুলাই ২০২০ | ০৯:২৭

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। 

মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। মৃতরা হচ্ছেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার তপন সরকারের স্ত্রী চিনু রানী (৫০),কুমিল্লার নাঙ্গলকোটের সালেহ উদ্দিনের ছেলে ফখরুল ইসলাম (৫৫) ও নোয়াখালী সদরের আজিজুল্লাহর ছেলে তাহের আহমেদ (২৯)। 

বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানান। 

তিনি জানান, এই হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩০ জন। বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১০৩ জন। এদের মাঝে ৫৩ জনের করোনা পজিটিভ এবং ৫০ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন।  



আরও পড়ুন

×