ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কাশিমপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কা, স্কুলছাত্র নিহত

কাশিমপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কা, স্কুলছাত্র নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২০ | ০৫:১৫

গাজীপুরের কাশিমপুর থানার সুরাবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোস্তাকিন অপু (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। কোনাবাড়ি- নরসিংহপুর সড়কের সুড়াবাড়ি এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিন অপু (১৬) ময়মনসিংহের ফুলপুর থানার ভাট্টা গ্রামের আব্দুল আজিজ এর ছেলে। সে কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির  শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোস্তাকিন মোটরসাইকেল নিয়ে নরসিংহপুর থেকে কাশিমপুরের সুড়াবাড়ী এলাকার বাসায় ফিরছিল। এসময় রাজধানীর মীরপুরগামী কিরোণমালা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সড়কের উপর ছিটকে পড়ে মোস্তাকিন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে এবং  চালককে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×