ঢাকায় ডেঙ্গুতে মাগুরার গৃহবধূর মৃত্যু

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ | ১৩:৩৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মাছুমা বেগম (৪০) নামের মাগুরার এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে মারা যান তিনি।
মাছুমা বেগমের প্রতিবেশি লিটন হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার রাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাছুমা বেগম (৪০) মারা যান। দুই সন্তানের জননী মাছুমা বেগম
মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী উকিল বিশ্বাসের স্ত্রী।
এদিকে শনিবার সন্ধ্যায় মাত্র এক ঘণ্টার মধ্যে একই পরিবারের চারজনসহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত পাঁচজন রোগী মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান জানান, শনিবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে মাত্র এক ঘণ্টায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সৈয়দা বেগম (৬০), জলি বেগম (৩০), মুসফিকা ( ২০) ও আফরিন (১৪) নামে একই পরিবারের চার জনসহ পাঁচ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।